বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজ করে রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে।
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া
১৪ অক্টোবর রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে সই করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন— বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার,ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে তাদের রাজশাহীর আরআরএফ-এ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সংযুক্ত করা হলো। একই সঙ্গে অদ্যই তাদেরকে আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, “রাজশাহী রেঞ্জ থেকে তিন কর্মকর্তার সংযুক্তির আদেশ আমরা হাতে পেয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
© All rights reserved © 2025 Coder Boss