বগুড়ায় প্রতারনার করে ব্যাংক একাউন্ট থেকে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক রাজু মুন্সি গ্রেফতার
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া
গত রবিবার সাড়ে ৯ টায় ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন জঙ্গলপাক্ষা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রযুক্তি মাধ্যমে প্রতারনার করে ব্যাংক একাউন্ট থেকে সর্বমোট (সাতাশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত পঁচানব্বাই) টাকা আত্মসাতের ঘটনায় মূল প্রতারক ও মোঃ রাজু মুন্সি (২৩), পিতা মোঃ জলিল মুন্সি, সাং জঙ্গল পাক্ষা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত ইতে নগদ (বিশ হাজার) টাকা ও প্রতারনা কাজে ব্যবহৃত ১টি সিম উদ্ধার করা হয়।
বাদী মোঃ রফিকুল ইসলাম (৬৭) জানান যে, অজ্ঞাতনামা আসামীরা তার জামাই মোঃ আব্দুল হকের মোবাইল নং-01642-631612 তে ইং-২৭/৭/২০২৫ তারিখ বিকাল সাড়ে ৪ টায় ফোন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোক পরিচয় দিয়ে, বাদীর নাতী মোঃ মেজবাউল হকের নাম ঠিকানা বলে মেধাবৃত্তি টাকা দেওয়ার কথা বলে তার কাছে ব্যাংক হিসাব নম্বর চাইলে তার জামাই তার প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখা, বগুড়া আমার হিসাব নং-2129114003181 এবং আমার মোবাইল নম্বর- 01716-371511 দেয়। তারপরই অজ্ঞাতনামা আসামী তার মোবাইলে একটি পিন নম্বর পাঠালে তার জামাই অজ্ঞাতনামা আসামীকে পিন নম্বর দেয়। তারপর অজ্ঞাতনামা আসামীরা যোগাসাজসে গত ২৭/০৭/২০২৫ তারিখ বিকাল ৪টা ৪৫ মিনিটে পর থেকে বাদির প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখা, বগুড়া থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রনাধীন সেবা ইনটেক এর মার্চেন্ট একাউন্টের মাধ্যমে প্রতারকেরা সর্বমোট (সাতাশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত পঁচানব্বাই) টাকা প্রযুক্তির মাধ্যমে বাদীর বর্নিত ব্যাংক হিসাব হতে বাহির করে নেয়। এ সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-৪৩, তারিখ-১১/১০/২০২৫ ইং, ধারা-৪০৬/৪২০।
© All rights reserved © 2025 Coder Boss