1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বিয়ের একদিন আগেই স্ট্রোকে আক্রান্ত হয়ে কনে মৌমিতা খাতুনের (১৮) আকস্মিক মৃ*ত্যু!

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

বিয়ের একদিন আগেই স্ট্রোকে আক্রান্ত হয়ে কনে মৌমিতা খাতুনের (১৮) আকস্মিক মৃত্যু

মোঃ রফিকুল ইসলাম রিয়াজ বগুড়া ::

বিয়ের একদিন আগেই তোকে আক্রান্ত হয়ে কনে মৌমিতা খাতুন (১৮) আকস্মিক মৃত্যুতে গুড়ার শিবগঞ্জ উপজেলা বলরামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর এমন মর্মান্তিক ঘটনায় বিয়ে বাড়ির আনন্দের রং মুছে গিয়ে এখন শুধু কান্নার রোল।

জানা যায়, মৌমিতা বলরামপুর গ্রামের গাজিউর রহমানের কন্যা। তার বিয়ে উপলক্ষে পুরো বাড়িতে ছিল উৎসবের আমেজ। সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই কনে মৌমিতা স্ট্রোকে আক্রান্ত হন। তাকে দ্রুত বগুড়া শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) রাতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর মৌমিতা অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ বলছেন, তিনি বগুড়া শহরে মার্কেট করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই তার মৃ*ত্যু ঘটে।
শনিবার যখন বিয়ের জন্য সাজানো বাড়িতে কনের লাশ এসে পৌঁছায়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। যে বাড়িতে কিছু সময় আগেও ছিল হাসিখুশি আর উৎসবের কোলাহল, সেই বাড়ি এখন নিস্তব্ধ, শুধু স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী।
মৌমিতার বাবা গাজিউর রহমান এবং তার পরিবার শোকে স্তব্ধ। কনের মৃত্যুতে এলাকাবাসীও গভীরভাবে মর্মাহত। ছাতিয়ান পাড়া, কিচক, শিবগঞ্জ এলাকার মাওলানা আলহাজ্জ আকবর আলীর (যিনি সম্পর্কে গাজিউর রহমানের শ্বশুর) পরিবারেও নেমে এসেছে গভীর শোক।
মৌমিতার এমন অকাল মৃ*ত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকলে তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss