দুর্নীতি ও শিক্ষার্থী হত্যার অভিযোগে বগুড়ায় শিক্ষক নেতা ওয়াদুদ হোসেন গ্রেফতার!
মোঃ রিয়াজুল ইসলাম এর রিয়াজ বগুড়া :: বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা ও বহিষ্কৃত প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিরা বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াদুদ হোসেন শাজাহানপুর উপজেলার সাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজ শিক্ষার্থী কে. এম. নুরুল্লাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম আযম শামীম বলেন, বিদ্যালয়ের অনুকূলে সরকারি প্রকল্পের বরাদ্দের অর্থ তিনি আত্মসাৎ করেছেন। আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে দীর্ঘ ১৩ বছর ধরে দুর্নীতি চালিয়ে গেছেন। তার গ্রেপ্তারে শিক্ষক সমাজে স্বস্তি ফিরে এসেছে।
ওয়াদুদ হোসেনের বিভিন্ন সময়ের ছবিতে দেখা যায়, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply