গাবতলী ও শাজাহানপুরে পৃথক দুটি ঘটনা
বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর!!
নিজস্ব প্রতিনিধি :: বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, “আমি নদীর এপারে বসে ছিলাম। হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।”
নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, “বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
অন্যদিকে, জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা গ্রামে বজ্রপাতে মোঃ মশিউর রহমান অদ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে বজ্রপাতের সময় মশিউর রহমান অদ্র মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
সাম্প্রতিক সময়ে বগুড়ার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply