শিক্ষক মোহসিন আলী (৫৮)-এর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় আলোচিত সুজনকে পুনরায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ::
শাজাহানপুরে সশস্ত্র হামলার ঘটনায়
সন্ত্রাসী সুজন ফের গ্রেফতারব গুড়ার শাজাহানপুরে খোট্রাপাড়া ইউনিয়নের ঘাষিড়া নওদাপাড়া গ্রামে মাদ্রাসা শিক্ষক মোহসীন আলীর বসতবাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় ফের থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সন্ত্রাসী ইয়াকুব আলী ওরফে সুজন। বিগত পতিত হাসিনার শাসনামলে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকা দাপিয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশী হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন বলে থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সুজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেন। ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে অদ্যবধি পর্যন্ত সুজন বিএনপি নামক জনপ্রিয় দলের নাম ভেঙে একের পর এক অপকর্ম করে বেড়ায়।
প্রতিবেশী শিক্ষক মোহসীন আলীর জমিতে আদালতের ১৪৪ ধারা ভেঙে জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেন সুজন । বারংবার মোহসীনসহ তার পরিবারের সদস্যদের বেদম ভাবে মারপিট করেন ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় কিছুদিন আগে জমি দখল ও সন্ত্রাসী মামলায় তাকে কারাগারে যেতে হয়।
জামিনে বের এসে এবার দিন দুপুরে মোহসীনের বাড়ির প্রধান গেট ভেঙে সশস্ত্র হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। যাহার ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়।
এ বিষয়ে থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুজন কে সশস্ত্র হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে । বর্তমানে পুলিশী হেফাজতে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply