নিজস্ব প্রতিবেদক :: স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকা কে যাত্রী সাজিয়ে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্য বগুড়া শাজাহানপুর থানা ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার, চুরি যাওয়া অটো ইজিবাইক উদ্ধার এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ
এই চক্রের শীর্ষ অপরাধী সুলতান এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের ৭টি চুরি, ৭টি মাদক আইনের মামলা, একটি অস্ত্র মামলাসহ সর্বমোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
মামলার বাদী মোঃ মেহেদী হাসান আকন্দ (৩৭), পিতা মৃত নবাব আলী আকন্দ, সাং নিজগ্রাম উত্তরপাড়া, গাবতলী। সে একজন অটো মিশুকগাড়ী চালক। প্রতিদিনের ন্যায় গত ২৯/০৯/২০২৫ তারিখ রাতে অনুমানিক ৮ টার সময় মোঃ মেহেদী হাসান আকন্দ বগুড়া সাতমাথা থেকে লোক নেয়ার জন্য তাহার অটো মিশুক গাড়ী নিয়ে দাড়িয়ে ছিল। তখন ২ জন অজ্ঞাতনামা মহিলা ভাড়া মিটিয়ে আশেকপুর শাহপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। যাওয়ার পথে গত ২৯/০৯/২০২৫ তারিখ রাতে অনুমানিক ৮টা ৩৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আশেকপুর শাহপাড়া ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর ২ জন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি মিশুক গাড়ীর নিকট এসে গাড়ী থামায়। মিশুক গাড়ীর ড্রাইভারের সাথে তারা ধস্তাধস্তি করে চাবি নিয়া তাহাকে ধাক্কা দিয়ে ফেলে অটো মিশুক গাড়ী চুরি করিয়া নিয়া যায়।
পরে বাদী অজ্ঞাতনামা ২ জন মহিলা ও অজ্ঞাতনামা পুরুষ চোরদের বিরুদ্ধে অটো মিশুকগাড়ী চালক মোঃ মেহেদী হাসান আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করলে শাজাহানপুর থানার মামলা নং-৩১, তাং-৩০/০৯/২০২৫ খ্রিঃ ধারা-৩৪১/৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ও শেরপুর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ নং মোঃ সুলতান (৩৬), পিতা মৃত আঃ রশিদ, ২ নং মোছাঃ মল্লিকা (২৬), স্বামী মোঃ সুলতান, পিতা মোঃ আব্দুল মজিদ, উভয় সাং ডোমনপুকুর দেওয়ানপাড়া, ৩নং মোঃ সুমন (২৫), পিতা মোঃ নুর আলম, সাং ডোমনপুকুর কারিগরপাড়া, ৪ নং মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২), পিতা মৃত নিয়ামতুল্লাহ ফকির, সাং খাদাস হাটখোলাপাড়া, ৫ নং মোছাঃ সুমাইয়া বেগম (২২), স্বামী নুরনবী, পিতা মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সাং ডোমনপুকুর দেওয়ানপাড়া, ৬ নং মোঃ মাসুদ রানা (২২), পিতা মৃত আজিমুদ্দিন, সাং শাকপালা গোয়ালগাড়ী, সর্ব থানা শাজাহানপুর, বগুড়াদের ধৃত করেন এবং তাহাদের হেফাজত থেকে চোরাই অটো মিশুকগাড়ী উদ্ধার করা হয়।
আসামী মোঃ সুলতান (৩৬) এর পূর্বেও মামলা রয়েছে।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বগুড়া, নন জিআর নং-৬৫/২৫ (সদর), তারিখ-১৯ জুলাই, ২০২৫; (বগুড়া, সদর) ধারা- ১০৭ ফৌজদারী কার্যবিধি আইন-১৮৯৮; সিআর মামলায় অভিযুক্ত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ বগুড়া, নন জিআর নং-৫৯/২৫ (সদর), তারিখ-২৭ জুন, ২০২৫ (বগুড়া, সদর) ধারা-১০৭ ফৌজদারী কার্যবিধি আইন-১৮৯৮; সিআর মামলায় অভিযুক্ত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ বগুড়া,বগুড়া , নন জিআর নং-৬২/২৫ (সদর), তারিখ-২৭ জুন, ২০২৫; (বগুড়া, সদর) ধারা-১০৭ ফৌজদারী কার্যবিধি আইন-১৮৯৮; সিআর মামলায় অভিযুক্ত। বগুড়া সদর থানার, এফআইআর নং-১৭, তারিখ-৯ জুন, ২০২৫ জি আর নং-৪২৯, তারিখ-৯ জুন, ২০২৫ মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট :৬৩৮, তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। বগুড়া সদর থানার, জিডি নং-৮৮৯, তারিখ-১৩ এপ্রিল, ২০২৫; সময়- ১০:১৫ ধারা-এজাহারে অভিযুক্ত। বগুড়া সদর থানার, এফআইআর নং-২১, তারিখ-৯ মার্চ, ২০২৫ জি আর নং-১৬৮, তারিখ-৯ মার্চ, ২০২৫ মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট : ৫১৬, তারিখঃ ৩১ জুলাই, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। বগুড়া সদর থানার জিডি নং-৮২৪, তারিখ-১০ ফেব্রুয়ারি, ২০২৫; সময়- ১১:৫৫ ধারা-এজাহারে অভিযুক্ত। বগুড়া সদর থানার ,জিডি নং-২০৪, তারিখ- ০৩ ফেব্রুয়ারি, ২০২৫; সময়-১০:৪৫ ধারা-এজাহারে অভিযুক্ত।
শাজাহানপুর থানার, এফআইআর নং-৬, তারিখ-৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-৩০৬, তারিখ-৭ অক্টোবর, ২০২৪। ধারা-মামলায় তদন্তে সন্দিগ্ধ ফাইনাল রিপোর্ট: ৩, তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৫, এই মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে। শাজাহানপুর থানার, এফআইআর নং-২৪, তারিখ-২৮ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-৪৫৮, তারিখ-২৮ ডিসেম্বর, ২০২৩। এজাহারে অভিযুক্ত চার্জশীট :১১, তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৪। শাজাহানপুর থানার, এফআইআর নং-২০, তারিখ-১৬ আগস্ট, ২০২৩; জি আর নং-৩১৮, তারিখ-১৬ আগস্ট, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত – চার্জশীট :৩৭৫, তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। শাজাহানপুর থানার, এফআইআর নং-৩১, তারিখ-২৮ ডিসেম্বর, ২০২২; জি আর নং-৩৯৫, তারিখ-২৮ ডিসেম্বর, ২০২২; ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত চার্জশীট :৩৯, তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৩, এই মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১০, তারিখ-১৬ জুলাই, ২০২২; জি আর নং-২১৩, তারিখ-১৬ জুলাই, ২০২২। ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত। শাজাহানপুর থানার, এফআইআর নং-১০, তারিখ-১৩ আগস্ট, ২০২১; জি আর নং-১৪৯, তারিখ-১৩ আগস্ট, ২০২১। ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত।
বগুড়া সদর থানার, এফআইআর নং-৬২, তারিখ-১৮ ফেব্রুয়ারি, ২০২০; জি আর নং-১৯০/২০২০, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২০;ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১৫/২০৯, তারিখ-১২ সেপ্টেম্বর, ২০১৮; জি আর নং-২০৯/১৮, তারিখ-১২ সেপ্টেম্বর, ২০১৮। ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত।
শাজাহানপুর থানার ,এফআইআর নং-৯, তারিখ-১৮ নভেম্বর, ২০১৭; জি আর নং-২২৫/১৭, তারিখ-১৮ নভেম্বর, ২০১৭; ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়)। বগুড়া সদর থানার, এফআইআর নং-৪৫, তারিখ-১৭ ডিসেম্বর, ২০১৬; জি আর নং-১২২১/১৬, তারিখ-১৭ ডিসেম্বর, ২০১৬ ধারা- ১৯(১)এর১(ক)/১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; এজাহারে অভিযুক্ত।
শাজাহানপুর থানার, এফআইআর নং-৮, তারিখ-১৬ মে, ২০১২; ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত। শাজাহানপুর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৩ নভেম্বর, ২০১০; জি আর নং-১৯৪/১০, তারিখ-৩ নভেম্বর, ২০১০; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত।
আসামী মোছাঃ মল্লিকা (২৬)এর পূর্বেও মামলা রয়েছে।
বগুড়া সদর থানার, এফআইআর নং-৯, তারিখ-২ মার্চ, ২০২০; জি আর নং-২৪৯/২০২০, তারিখ-২ মার্চ, ২০২০; সময়- সময় ২২.৩০ মিনিট ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১১, তারিখ-৭ মে, ২০২৩; জি আর নং-১৮০, তারিখ-৭ মে, ২০২৩, এজাহারে অভিযুক্ত চার্জশীট :১৭৬, তারিখঃ ১৯ মে, ২০২৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
আসামী মোঃ সুমন (২৫) এর পূর্বেও মামলা রয়েছে।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১৯, তারিখ-৭ এপ্রিল, ২০২৫; জি আর নং-১২৯, তারিখ-৭ এপ্রিল, ২০২৫। মামলায় তদন্তে সন্দিগ্ধ ফাইনাল রিপোর্ট: ২৭, তারিখঃ ২৮ জুলাই, ২০২৫, এই মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১২, তারিখ-১২ ডিসেম্বর, ২০১৭; জি আর নং-২৫০/১৭, তারিখ-১২ ডিসেম্বর, ২০১৭ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; , অব্যহতি প্রাপ্ত (CS) –
আসামী মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২) এর পূর্বেও নিম্ন বর্নিত মামলা রয়েছে।
শাজাহানপুর থানার, এফআইআর নং-১৫, তারিখ-১৩ মার্চ, ২০২০; জি আর নং-৬৮, তারিখ-১৩ মার্চ, ২০২০। ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এজাহারে অভিযুক্ত। শাজাহানপুর থানার ,এফআইআর নং-১৫/১৬৩, তারিখ- ১৯ জুলাই, ২০১৮; জি আর নং-১৬৩/১৮, তারিখ- ১৮ জুলাই, ২০১৮; সময়- ২২:৩৫ ঘটিকা। ধারা- ৭/৮ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ( সংশোধনী ২০০৩); তৎসহ ৩০২/৩৪/২০১ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত। আসামী মোঃ মাসুদ রানা (২২) এর পূর্বেও নিম্ন বর্ন মামলা রয়েছে।
শাজাহানপুর থানার, এফআইআর নং-৯, তারিখ-১১ মে, ২০২২; জি আর নং-১৩৬, তারিখ-১১ মে, ২০২২; ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট :২৪২, তারিখঃ ৩০ আগস্ট, ২০২২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply