বগুড়া কাহালুতে বিষ খেয়ে আবু হাসানের আত্মহত্যা
সুজন কাহালু বগুড়া :: বগুড়া কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের জনৈক আমজাদ হোসেনের মেহগনি বাগানে আবু হাসান (২৮) ইলেকট্রিশিয়ান আত্মহত্যা করে।
নিহত আবু হাসান হলো, পিতা মোঃ আব্দুল মমিন, গ্রাম শিকড়, থানা-কাহালু। আজ বৃহস্পতিবার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের জনৈক আমজাদ হোসেনের মেহগনি বাগানে ঘাস নিধন করার, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষের যন্ত্রণা সহ্য করতে না, পেরে বাবা বলে চিৎকার দেয়। পাশে মাছ শিকারে আসা এক ব্যক্তি আবু হাসানের চিৎকারে এসে দেখে শুয়ে পড়েছে মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যায়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেশায় আবু হাসান (২৮) ইলেকট্রিশিয়ান, পিতা মোঃ আব্দুল মমিন, সাং শিকড়,কাহালু-বগুড়া।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply