কাহালুতে ডা’কা’তি’র প্রস্তুতিকালে অ’স্ত্রসহ আ’ট’ক ৫
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়ার কাহালু উপজেলায় ডা’কা’তি’র প্রস্তুতিকালে স্থানীয় জনতা ৫ ডা’কা’ত’কে আ’ট’ক করে গ’ণ’ধো’লা’ই দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজার থেকে পূর্বে ১২ মাইল-তিনদিঘী গামী পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশীয় অ’স্ত্র’শ’স্ত্র নিয়ে এ’কদ’ল ডা’কা’ত ওই সড়কে ডা’কা’তি’র প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী ডা’কা’ত দ’লের ৫ সদস্যকে আ’ট’ক করে গ’ণ’ধো’লাই দেয়। তবে দ’লের অন্য সদস্যরা পা’লি’য়ে যায়।
আ’ট’ককৃতরা হলো—শিবগঞ্জ উপজেলার বিহারহাট গ্রামের মোঃ স্বাধীন (৪২), সংসারদিঘী গ্রামের মোঃ রাকিবুল হাসান (১৮) ও মোঃ মনিরুজ্জামান (২৪), আলিগ্রামের মোঃ জাকরিয়া (২০) এবং মোঃ মেজবাউল হাসান নাঈম (২২)।
এসময় ডা’কা’ত দ’লের কাছ থেকে একটি চা’পা’তি, একটি বা’র্মি’জ চা’কু, দুটি স্টিলের লা’ঠি এবং দু’টি ইলেকট্রিক শ,’ক দেওয়ার য’ন্ত্র উ’দ্ধার করা হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আ’ট’ক ডা’কা’ত’দের উ’দ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply