মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ মাসুদ রানা (২৯)। তিনি শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর পিতা মোঃ ফারুক হোসেন, বাড়ি বড়পাথার দক্ষিণপাড়া, শাজাহানপুর, বগুড়া।
পুলিশ জানায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন বড়পাথার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি শফিকুল ইসলাম) বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
Leave a Reply