মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়ার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গাবতলী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে নিয়মিত মামলার তিনজন আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জন রয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গাবতলী মডেল থানা সূত্রে জানা গেছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়— “ক্রাইম এগেইনস্ট প্রপার্টি সংক্রান্ত কোনো অপরাধের আভাস পেলেই আমাদের অবহিত করুন। আমরা আপনাদের পাশে আছি। অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply