মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: উত্তরাঞ্চলের শীর্ষ ফেনসিডিল কারবারি বগুড়ার বন্যা বেগম। মাদক মামলায় সাত বছর সাজার মুখে গ্রেপ্তার এড়াতে ঠিকানা পাল্টিয়ে ১৪ বছর আত্মগোপনে ছিলেন। বগুড়া শহরে র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে মাদকের রাণী হিসেবে পরিচিত বন্যা বেগম (৩২)। তিনি বগুড়া শহরের মালগ্রাম মহল্লার সাজু কসাইয়ের কন্যা ও মিরাজ মিয়ার স্ত্রী।
গত বুধবার বিকেলে শহরের নামাজগড় এলাকার একটি বাসা থেকে পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামি বন্যা বেগমকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানিয়েছে, ২০১১ সালে মাদকসহ গ্রেপ্তার এবং পরবর্তীতে কারামুক্তির পর ঠিকানা পরিবর্তন করেন আলোচিত মাদক কারবারি বন্যা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নামাজগড় মক্কা মসজিদ এলাকায় বাসা ভাড়া নিয়ে একযুগ ধরে বসবাস করতেন। এমনকি নিজের পরিচয়ও গোপন রাখে। মাদক মামলায় বন্যাকে সাত বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গ্রেপ্তার এড়াতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বন্যা বেগম পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আদালতে অন্তত পাঁচটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply