মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ :: বগুড়ার শাজাহানপুর উপজেলায় রিতা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল ক্রয় ও হেফাজতে রাখার অপরাধে দুইজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, মামলাটি দায়ের হয় শাজাহানপুর থানায় মামলা নং-২৯, তারিখ-২৬ আগস্ট ২০২৫; জি আর নং-৩২৬, ধারা-৩৮০ দণ্ডবিধি ১৮৬০ এর অধীনে। বাদী মো. সুমন হোসেন (২৮), যিনি আর জে ইন্ডাস্ট্রিজের ম্যানেজার, জানান—গত ২১ আগস্ট রাত ৯টার দিকে তিনি প্রতিষ্ঠানে থাকা যন্ত্রাংশ দেখে বাসায় যান। পরদিন ২৩ আগস্ট সকালে কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন, কারখানার বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে।
চোরাই মালামালের তালিকায় রয়েছে—৬ ইঞ্চি পাইপ তৈরির গোরানি (১টি, মূল্য ৫০,০০০ টাকা), ২টি গ্লাস (৩০,০০০ টাকা), ৮ ইঞ্চি নজেল (১০,০০০ টাকা), ৬, ৫ ও ৪ ইঞ্চি নজেল (৩টি, ২০,০০০ টাকা), ৮ ইঞ্চি সকেট ডাইস (১০,০০০ টাকা) এবং ৬ ইঞ্চি সকেট ডাইস (৮,০০০ টাকা)। চুরি হওয়া মোট মালামালের মূল্য প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা।
পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২২ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে অজ্ঞাত চোরেরা দেয়াল টপকে প্রতিষ্ঠানে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি এলাকার আলিফ আইরন দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করে। এ সময় মো. মারুফ (১৯), পিতা-মো. মিলন, সাং-সারিয়াকান্দি কাঠালতলা, বগুড়া সদর এবং মো. বেলাল (২২), পিতা-মো. মোস্তফা, সাং-মালগ্রাম, বগুড়া সদরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply