মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বগুড়ার আলোচিত ব্যবসায়ী মোঃ আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় র্যাব-১২ বগুড়া এবং র্যাব-৪ এর একটি যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামলার ৪নং আসামী বাশির আহম্মেদ (২৬) এবং ৫নং আসামী মোঃ নাজির হোসেন (২৮)। তারা উভয়েই বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ আল আমিন (৩৫) ছিলেন বগুড়া নিউমার্কেটের একজন ব্যবসায়ী। আসামিরা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে চাঁদা দাবী ও মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। গত ২৮ জুলাই সকালে ব্যবসার কাজে বের হলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আল আমিনকে গুরুতর জখম করে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাতে মারা যান। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর আসামীদের অবস্থান নিশ্চিত করে শনিবার বিকেলে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব তৎপরতা দেশকে অপরাধমুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply