মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামের মোঃ হযরত আলী সোনার (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব ও শাজাহানপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর থানাধীন সোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হযরত আলী আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, হযরত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদকসহ প্রায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা নং-০১, তারিখ ০১/১১/২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ এ অস্ত্র আইন, দণ্ডবিধির একাধিক ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাগুলো হলো—
১. জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (২০১৮)।
২. শাজাহানপুর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা (২০১৭)।
৩. শাজাহানপুর থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩৮৭/৪২৭/৫০৬ ধারায় মামলা (২০১৩)।
৪. শাজাহানপুর থানায় দণ্ডবিধির ৩২৩/৩৪১/৩০৭/৩২৬/৩৮৫/৩৭৯/৫০৬/৩৪/৩২৪ ধারায় মামলা (২০১৮)।
৫. শাজাহানপুর থানায় হত্যা মামলাসহ একাধিক ধারা (২০১৯), যার চার্জশিট দাখিল হয়েছে ২০২৪ সালের অক্টোবর মাসে।
৬. শাজাহানপুর থানায় হত্যা ও মারপিটের মামলা (২০২৪)।