বগুড়া থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ : অদ্য ১৩/৮/২০২৫ খ্রিস্টাব্দের রোজ বুধবারবেলা ১২:০০ টায় মাঝিড়া বন্দরে বগুড়া শাহজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে অত্র প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিবের সঞ্চালনায় প্রাকৃতিক দুর্যোগ তথা বৃষ্টিকে উপেক্ষা করে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দিনের বেলা প্রকাশ্যে গাজীপুরের সাংবাদিক জনাব আসাদুল জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করে খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আরো বলেন আর যেন কোন সন্ত্রাসী কোন সাংবাদিকের গায়ে হাত তোলা তো দূরের কথা চোখ তুলেও যেন কথা বলতে না পারেন। দিনভর বৃষ্টি থাকার কারণে বেশি নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার শাহজাহানপুর প্রতিনিধি সাজেদুল ইসলাম সবুজ, বাংলা বুলেটিনের স্বত্বাধিকারী মনজুরুল ইসলাম রিপন, মোহনা টিভির শাজাহানপুর প্রতিনিধি শাহ আলম, প্রভাতের আলো পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক একুশের বাণী পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি ও শাজাহানপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক রিয়াজুল ইসলাম, শাহজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহিন আলম কোষাধাক্ষ শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চন্দন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ কলামিস্ট মেজবাউল আলম, কালবেলা পত্রিকার শাজাহানপুর প্রতিনিধির জনাব নজরুল ইসলাম মিলন সহ শতাধিক নেতৃবৃন্দ।