1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

জীবন-জীবিকার তাগিদে বগুড়ায় এসে সর্বনাশ—জুটমিল কর্মী তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

জীবন-জীবিকার তাগিদে বগুড়ায় এসে সর্বনাশ—জুটমিল কর্মী তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

নিজস্ব সংবাদ দাতা

জীবন-জীবিকার তাগিদে বগুড়ায় এসে এক তরুণীর জীবনে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। নিরাপদ আশ্রয়ের খোঁজে যে ঘরে মাথা গুঁজেছিলেন, সেই ঘরেই ঘটে গেল নারকীয় ঘটনা। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত ২২ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চরম ভয়, লজ্জা আর মানসিক যন্ত্রণাকে বুকে চেপে ধরে অবশেষে ন্যায়বিচারের আশায় থানার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী। শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় ১২টার দিকে তিনি শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ওই তরুণী প্রায় দুই মাস আগে জীবিকার তাগিদে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের নিকটবর্তী হওয়ায় তিনি স্থানীয় বাসিন্দা ডিপুল ওরফে বিপুল (৩০)-এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে বাড়ির মালিক ডিপুল ও তার অজ্ঞাতনামা আরও দুই সহযোগী জোরপূর্বক ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে। এরপর গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার সময় চিৎকার বা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই নৃশংস ঘটনার পর চরম ভয় ও মানসিক আতঙ্কে আক্রান্ত হয়ে ওই তরুণী কাউকে কিছু না জানিয়ে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। পরে পারিবারিক সিদ্ধান্তে সাহস সঞ্চয় করে শনিবার রাতে থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যেন আর কোনো নারী জীবিকার সন্ধানে এসে এমন নির্মমতার শিকার না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss