বগুড়া শাজাহানপুরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা গুনতে হয়েছে সার ডিলার আব্দুল হালিমকে।
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া:
বগুড়ায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর বিকাল আনুমানিক ৫ টায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয় মাইল বাজারে অবস্থিত মেসার্স প্যারেন্টস ট্রেডার্স নামক বিএডিসির সার ডিলারকে আবদুল হালিম এই জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার, ভূমি, শাজাহানপুর, জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
ডিলার আব্দুল হালিম ১৩৫০ টাকা মূল্যের ভর্তুকির টিএসপি সার ১৮৫০ টাকায় নিয়েছে, কৃষকের এমন অভিযোগের প্রেক্ষিতে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আরোপ করা হয়।
© All rights reserved © 2025 Coder Boss