দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া।
অদ্য বেলা ১২.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় প্রজন্ম দল বগুড়া জেলা শাখা কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বগুড়া জেলা শাখার সভাপতি এস এম ওহেদুল ইসলামের সভাপতিত্বে জোড়গাছা হাট জামিয়া এরাবিয়া উলুম মহিলা মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি তার বক্তব্যে জিয়া প্রজন্মদ দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার উপর জোর দেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন এবং সকলের নিকট দোয়া চান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম ওবায়দুর রহমান বেনু।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আবু বকর সিদ্দীক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম জাফরুল জাকারিয়া জাহিদুল ইসলামসহ প্রমুখ।