তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে আনন্দ ফুর্তি করতে বের হয় : দুই বন্ধু নিহত ও আহত-এক
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া।
গত রবিবার রাতে বগুড়ার শেরপুর উপজেলা দারিদহ ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য তিন বন্ধু মিলে বের হয়। বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ থাকা দোকান ঘরের সার্টার ভেঙে মোটর সাইকেলটি ভিতরে ঢুকে পড়ে। দুই বন্ধু সাহাবুল ও মেহেদী গুরুতর আহত হয়।
তিন বন্ধুরা হলেন, মোঃ সাহাবুল ইসলাম পিতা মৃত বাবলু আকন্দ, মোঃ মেহেদী হাসান পিতা হাফিজুর রহমান, সাং রামেশ্বরপুর উৎসব পিতা উজ্জ্বল, সাং গোসাইপাড়া।
স্থানীয় লোকজনরা আহতদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সাহাবুল ইসলাম ও মেহেদী হাসান মৃত্যু বরণ করেন। তাদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। নিহত দুইজন মোঃ সাহাবুল ইসলাম (২২), মোঃ মেহেদী হাসান (২০) সাং রামেশ্বরপুর। শেরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিন বন্ধু মিলে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণেই দূর্ঘটনাটি ঘটেছে জানা যায়।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.