বগুড়ার নন্দীগ্রামের নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী মিন্টু মিয়া অজ্ঞান অবস্থায় উদ্ধার : হাসপাতালে ভর্তি
Coder Boss
-
Update Time :
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
-
১২
Time View
Oplus_131072
বগুড়া নন্দীগ্রামের নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী মিন্টু মিয়া অজ্ঞান অবস্থায় উদ্ধার : হাসপাতালে ভর্তি
- বগুড়া নন্দীগ্রাম উপজেলার তেঘরী গ্রামের তাহের উদ্দিনের পুত্র মোঃ মিন্টু মিয়া (৪৭) পেশায় একজন গরু ব্যবসায়ী। গত রবিবার (১০ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে, গরু ক্রয় করার উদ্দেশ্যে রণবাঘা বাজারের উদ্দেশ্যে বের হন। গরু ব্যবসায়ী মিন্টু মিয়া, বাড়িতে ফিরে না আসলে, পরিবারের লোকজন মোবাইল ফোনে ভিকটিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। হতভাগার মোবাইল ফোনেট সুইচ বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মিন্টু মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় জিডি করেন। একই রাতে এক পথচারী রণবাঘা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে বগুড়া-টু-নাটোর মহাসড়কে তেঘরী রাস্তার মাথায় পাঁকা রাস্তার উপরে অজ্ঞান অবস্থায় পরে আছে। ওই পথচারী ভিকটিম মিন্টুর ছেলে মোঃ নাহিদকে মোবাইল ফোনে খবর দেন। দ্রুত পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে নাহিদের বাবাকে উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আহত মিন্টু মিয়া চিকিৎসারত আছেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category