মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে : রোমান নামে যুবক নিহত
বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার সাড়াই এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রোমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান হলেন, বগুড়া সদর উপজেলা এরুলিয়া ইউনিয়নের রঘুনাথপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। জানা যায়, রোমান মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, এ সময় উল্লেখিত স্থানে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে আহত রোমানকে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved © 2025 Coder Boss