শাজাহানপুরে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার
রিয়াজুল ইসলাম রিয়াজ
বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে জিআর, নন-জিআর ও সিআর মামলার ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী আটক করা হয়।
এছাড়াও চোপীনগর ইউনিয়নের বড়ইতলা এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ একজন এবং আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডাকাতির প্রস্তুতিকালে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে চাকু, হাসুয়া, রশি ও বাটাম উদ্ধার করা হয়।
এছাড়া নিয়মিত মামলার আরও চারজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীকে আজ ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.