বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ দাতা
বগুড়ায় জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বগুড়া জেলা জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাসুদ উক্ত মাহফিল অনুষ্ঠানে দল, জাতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ার শাকপালা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদের জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রিয়াজুর ইসলাম রিয়াজ , জেলা সভাপতি এস এম ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ওবায়দুল রহমান বেনু।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মওলানা জাহিদুর রহমান আল জাহিদ, সদস্য সচিব মুফতি মাওলানা আব্দুল হান্নান, বগুড়া শহর বিএনপির অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল হক, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, আফজাল হোসেন মন্টু, আব্দুর রশিদ, ইউনুস আলী, সেলিম রহমান, গোলাম মোস্তফা ও এম এ মেহেদী।
এ সময় দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডা. জাহিদুর রহমান এবং পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.