বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিজস্ব সংবাদ দাতা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান ‘ডে
ভিল হান্ট ফেজ–২’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২)। তিনি শাজাহানপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর পিতা মোঃ জিল্লুর রহমান ও মাতা মোছাঃ জিন্নাতুননেছা। তিনি শাজাহানপুর থানাধীন গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025 Coder Boss