বগুড়া শাজাহানপুরে জমি দখল ও সংঘর্ষের আশঙ্কা: থানায় জিডি
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া।
বগুড়ার শাজাহানপুর থানাধীন মাঝিরা বন্দরে একটি গুরুত্বপূর্ণ জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ডোমনপুকুর রোডে অবস্থিত প্রায় ২.৫ একর জমির দখল নিয়ে সৃষ্ট এই বিরোধের জেরে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
📜 জমির মালিকানা ও ভোগদখল
জমির পরিমাণ: আনুমানিক ২.৫ একর।
অবস্থান: বগুড়ার শাজাহানপুর থানার মাঝিরা বন্দরের পশ্চিমে ডোমনপুকুর রোডে, হাকিম মার্কেটের সংলগ্ন।
মালিক: মেজর আব্দুল হাকিম (অব:), যিনি কবলা দলিল মূলে প্রায় ৪০ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
কেয়ারটেকার: মোঃ আব্দুল সাত্তার (পিতা-মৃত সোবহান আলী, মাতা: সখিনা বেগম, গ্রাম: ডোমন পুকুর, ইউনিয়ন: মাঝিরা)।
🚨 বিরোধের সূত্রপাত ও জিডি দায়ের
গত ১২-১১-২০২৫ তারিখে একদল লোক এসে জমিটি মাপজোক করে তার কিছু অংশ দাবি করেন।
সাধারণ ডায়েরি (জিডি): এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেয়ারটেকার আব্দুস সাত্তার শাজাহানপুর থানায় একটি জিডি দায়ের করেন।
জিডি নাম্বার ও তারিখ: ৯০২, তারিখ: ১২-১১-২০২৫ ইং।
🔨 দখলচেষ্টা ও ক্ষতিসাধন
জিডি দায়েরের মাত্র দুই দিন পর, অপর একটি পক্ষ জায়গাটির কিছু অংশ নিজেদের দাবি করে জোরপূর্বক দখল প্রক্রিয়া শুরু করে:
তারা জমিতে থাকা বেড়া ভাঙচুর করে।
জায়গার উপরে থাকা বৃক্ষরাজি কর্তন করে।
👮 প্রশাসনের সামনেই ক্ষতিসাধন
জিডি-র পরিপ্রেক্ষিতে শাজাহানপুর থানার এএসআই মোঃ আবু তাহের বিরোধপূর্ণ জায়গাটি পরিদর্শনে যান। অভিযোগ উঠেছে যে, তাঁর উপস্থিতিতেই অপর পক্ষ জমিটির সম্পদ ক্ষতিসাধন করতে থাকে।
⚠️ কেয়ারটেকারের নিরাপত্তাহীনতা
অভিযুক্ত পক্ষ দুটি এতটাই শক্তিশালী যে তারা আইনকে সম্মান না করে বরং:
কেয়ারটেকারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে জমি থেকে সরানোর চেষ্টা করে।
বর্তমানে কেয়ারটেকার আব্দুস সাত্তার তার পরিবারসহ উক্ত জায়গায় জীবনের ঝুঁকি এবং নিরাপত্তাহীনতায় বসবাস করছেন।
📢 এলাকার লোকজনের উদ্বেগ
এলাকার সাধারণ মানুষ আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে এই বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
🛑 দাবি
উদ্ভূত পরিস্থিতিতে, স্থানীয় প্রশাসনকে দ্রুত এই বিরোধপূর্ণ জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.