1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

বগুড়ায় বার্মিজ চাকু স্টিলের লাঠিসহ সাত মামলার আসামী সিহাব পোদ্দার গ্রেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪ Time View

বগুড়ায় বার্মিজ চাকু স্টিলের লাঠিসহ সাত মামলার আসামী সিহাব পোদ্দার গ্রেফতার

একটি বার্মিজ চাকু, এক্সটেন্ডেবল ব্যাটন স্টিলের তৈরী লাঠিসহ বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারামারীসহ সাত মামলার আসামী সিহাব পোদ্দারকে গত বুধবার রাতে কৈগাড়ী ফাড়ঁীর পুলিশ গ্রেফতার করে।
গত বুধবার রাতে বগুড়া শাহজাহানপুর থানার কৈগাড়ী ফাড়ঁীর এসআই মোঃ ময়নুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের শাকপালা জিয়া মার্কেটের সামনে থেকে মোঃ সিহাব পোদ্দার (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো সিহাব পোদ্দার, পিতা মোঃ মতিন পোদ্দার, সাং শাকপালা পূর্বপাড়া, শাজাহানপুর, বগুড়া।
গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, একটি এক্সটেন্ডেবল ব্যাটন (লাঠি), একটি কালো রংয়ের এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, একটি রেজিঃবিহীন জিক্সার মোটরসাইকেলসহ আটক করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। ধৃত আসামী সিহাব পোদ্দারের বিরুদ্ধে পূর্বেও মামলা রহিয়াছে। এফআইআর নং-২৮, তারিখ-১৮ জুন, ২০২৫, জি আর নং-২৪২, তারিখ-১৮ জুন, ২০২৫, ধারা-১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, এজাহারে অভিযুক্ত চার্জশীট : ২২৮, তারিখঃ ৩১ জুলাই, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।এফআইআর নং-৩২, তারিখ-১২ এপ্রিল, ২০২৫, জি আর নং-১৪২, তারিখ-১২ এপ্রিল, ২০২৫, মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট :২১৬, তারিখঃ ২৯ জুলাই, ২০২৫, এই মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে। এফআইআর নং-২৭, তারিখ-১৮ এপ্রিল, ২০২৪ জি আর নং-১৩১, তারিখ-১৮ এপ্রিল, ২০২৪ মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট :২০৩, তারিখঃ ৩০ জুন, ২০২৪, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এফআইআর নং-১৯, তারিখ-২৫ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-২৯৬, তারিখ- ২৫ সেপ্টেম্বর, ২০২২; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত – চার্জশীট :৩৪৭, তারিখঃ ৩০ নভেম্বর, ২০২২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এফআইআর নং-১৪, তারিখ-০৮ জুলাই, ২০২৫; জি আর নং-২৭০, তারিখ-০৮ জুলাই, ২০২৫।এজাহারে অভিযুক্ত – চার্জশীট :৩২৩, তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এফআইআর নং-১০, তারিখ-০৯ অক্টোবর, ২০২৩; জি আর নং-৩৯২, তারিখ-০৯ অক্টোবর, ২০২৩।এজাহারে অভিযুক্ত – চার্জশীট : ৪৫৪, তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এফআইআর নং-৪, তারিখ-০৬ জুন, ২০২০; জি আর নং-১১৪, তারিখ-০৬ জুন, ২০২০; ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত চার্জশীট : ২১১, তারিখঃ ৩০ নভেম্বর, ২০২১, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss