শাজাহানপুরে স’ন্ত্রা’সবি’রোধী মামলার আ.লীগ নেতা গ্রেফতার
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, বগুড়া
বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের করা স’ন্ত্রা’সবি’রোধী আইনের মা’মলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রে’ফতারকৃতের নাম শ্রী বিরেন চন্দ্র মহন্ত (৬০)। তিনি আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মৃত হরেন চন্দ্র মহন্তের পুত্র। তাঁর বাড়ি উপজেলার চকজোড়া হিন্দুপাড়া এলাকায়।
থানাসূত্রে জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা নং-৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি., জিআর নং-৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩ স’ন্ত্রা’সবিরোধী আইন ২০০৯–এর অধীনে দায়েরকৃত মামলার তদন্তে তিনি সন্দিগ্ধ আ’সামি হিসেবে চিহ্নিত হন।
মঙ্গলবার ১১ (নভেম্বর ) দুপুর ২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার চকজোড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
© All rights reserved © 2025 Coder Boss