বগুড়ায় অ্যাডভোকেট জহুরুল ইসলামের ৪ বছরের কারাদণ্ড
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া
জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জন করার অপরাধে, বগুড়ার সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল ইসলামের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।
মঙ্গলবার দুপুরে দূর্নীতি দমন বিশেষ আদালতের জজ মোঃ আয়েজ উদ্দিন এ রায় দেন। এ ছাড়াও অবৈধভাবে অর্জন করা ২ কোটি ৪৭ লাখ টাকাও বাজেয়াপ্ত করার নির্দেশও দেন বিজ্ঞ বিচারক। কারাদণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট জহুরুল ইসলাম বগুড়া গাবতলীর সোনারায় আটাপাড়া এলাকায় তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের শিক্ষক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ । তার বাড়ি রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে হলেও বগুড়া শহরের জামিল নগর এলাকায় বিলাস বহুল বাড়ি নির্মাণ করে বসবাস করেন। তবে পরিবারের লোক দাবী করেছে আইনী লড়াইয়ের মাধ্যমে অ্যাডভোকেট জরুল ইসলাম মুক্তি পাবে এবং নির্দোষ প্রমাণিত হবে।
© All rights reserved © 2025 Coder Boss