সোমববার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মাঝিড়া বাইপাস রাস্তায় যান চলাচল বন্ধ করে এই মানববন্ধন করা হয়। এতে এক ঘন্টাব্যাপী রাস্তায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে জানান, প্রধান শিক্ষক আমাদের দিয়ে নিজে খাওয়ার জন্য রান্না করে নেয়, আমাদের সাথে অশালীন আচরণ করে, সামান্যতেই বকাঝকা করে, পিয়নের কাজ আমাদেরকে দিয়ে করে নেয়, এমনকি আমাদের দিয়ে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে নেয়। আমরা কিছু বললেই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি।
এসময় স্থানীয় এলাকার বেশ কিছু অভিভাবকরা এই মানববন্ধনে অংশ নেন। তাদের দাবী বাচ্চাদের দিয়ে স্কুলে পিয়নের কাজ করে নেয়া হয়। স্কুলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এদিকে মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক নাজনীন আকতার বিদ্যালয় থেকে চলে যান।
মানববন্ধন চলাকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের জানান, তোমাদের প্রধান শিক্ষক নাজনীন আকতারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।







