1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

সারিয়াকান্দি নিজ বুরুরবাড়ি চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবী : গ্রেফতার-১

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

সারিয়াকান্দি নিজ বুরুরবাড়ি চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবী : গ্রেফতার-১

মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ::

বগুড়া সারিয়াকান্দি উপজেলা নিজ বুরুরবাড়ি গ্রাম চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবী, বাদী মোছা: শামিমা সুলতানা (৪৫), সারিয়াকান্দি থানায় মামলা দায়ের একজন গ্রেফতার।
বাদী নিজবরুরবাড়ী, থানায় মামলা দায়ের করেন যে, আজ বুধবার সকাল ১০ টায় চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে কয়েকজন শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের চলমান অগ্রগতি ও কমিটি গঠণ বিষয়ে আলাপ-আলোচনা চলাকালে প্রধান শিক্ষকের রুমে অনধিকার প্রবেশ করে, রুমের ভিতর থেকে ছিটকানি লাগিয়ে দেয় ও পূর্বের দাবীকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রধান শিক্ষককে প্রান নাশের হুমকি দেয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬) পিতা মৃত: মনজুরুল হক ফুল বাবু সাং- রামনগর সারিয়াকান্দি। আরো অজ্ঞাতনামা ২-৩ জন সকাল সাড়ে ১১ টায়, প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করিয়া মৃত্যুর ভয় দেখিয়ে ৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে। এমন আচরণে দেখে অন্যান্য শিক্ষকরা হতবাক হয়ে যায়। তাকে শান্ত করার চেষ্টা করে তারপরেও না মানলে সহকারি শিক্ষক মোঃ আজিজুল হক অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় গোলাম আযম এজাজ মাহমুদ ডন (৩৬) কে, সুকৌশলে আটক করে। অন্য তিনজন জন পালিয়ে যায়। পরে থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত গোলাম আযম এজাজ মাহমুদ ডন (৩৬) পিতা মৃত মঞ্জুরুল হক ফুল বাবু সাং রামনগর। থানার মামলা নং-১৪, তারিখ-২৯-১০-২৫, জিআর নং ১৪৭/২০২৫ ধারা-৪৪৮/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ মতে রুজু হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss