বগুড়া শাজাহানপুরে জমি বিক্রি করে দল করা সেই মতিন কাজী আজ দলীয় কার্যালয়ে হামলার শিকার!
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :
বগুড়ার গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে ধানের শীষের প্রার্থী মতিন কাজী দলীয় কার্যালয়ে পাওনা টাকা চাইতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন।
ঘটনাটি দলীয় মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
বগুড়া জেলা বিএনপির প্রতি উদাত্ত আহ্বান—সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারী যেই হোক, তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
রাজনীতির প্রতিকূল সময়েও বিশ্বাসঘাতক ফজুর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন মতিন কাজী। মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। তবুও রাজপথ ছেড়ে যাননি একদিনের জন্যও।
দলের দুঃসময়ে যখন অনেকে পিছু হটেছেন, তখন গোহাইল ইউনিয়নে ধানের শীষের পতাকা উঁচিয়ে রেখেছিলেন এই নির্ভীক নেতা।
তাঁর দৃঢ় অবস্থানের কারণেই বিশ্বাসঘাতক ফজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। অথচ সেই মতিন কাজীর কপালে আজও জোটেনি কোনো পদ-পদবি—জোটেছে শুধু অবহেলা আর চোখের পানি।
দলের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া এই নেতার ওপর সশস্ত্র হামলার খবরে অনেকেই বলছেন,
আজ হাসির বদলে জমি-জমা বিক্রি করে দল করা মতিন কাজীর চোখে পানি। বুকটা ফেটে যাচ্ছে তার এই দূশ্য দেখে।”
© All rights reserved © 2025 Coder Boss