মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করে, নিরাপদ হেফাজতে রেখে পরিবারের নিকট হস্তান্ত
রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া
গতকাল দিবাগত রাত্রি অনুমান ০২.০০ টার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত বনানী মোড় এলাকায় কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টহল টিম কিছুটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোহাম্মদ আহমাদুল্লাহ কে বিপদজনক অবস্থায় পায়। এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে বেশ কিছু নগদ টাকাও ছিল, স্থানীয় কিছু বাজে ছেলেপেলে তার কাছ থেকে টাকাটা কেড়ে নেওয়ার মতলব করেছিল, কিন্তু তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি দেখে তারা কৌশলে শটকে পড়ে, পরে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শাজাহানপুর থানা হেফাজতে নেওয়া হয়, তার পরিবারের সাথে সন্ধানের জন্য চেষ্টা করে থানা পুলিশ সফল হয়, অদ্য সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা থেকে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবারের লোকজন আসলে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এভাবেই শাজাহানপুর থানা পুলিশ আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে, আপনাদের সহযোগিতা নিয়ে এভাবে এগিয়ে যাবে শাজাহানপুর থানা পুলিশ।
শাজাহানপুর থানার জিডি নং ৬৬০ তাং ০৯/১০/২৫ ইং মূলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মো: আহম্মদ উল্লাহ (৩২) পিতাঃ মোঃ আলমগীর হোসেন সাং বড়কুড়া জামতৈল থানাঃ কামারখন্দ জেলাঃ সিরাজগঞ্জ কে তার মা তাহমিনা বেগমের জিম্মায় প্রদান করা হয়।
Leave a Reply