বগুড়া, র্যাব-১২ এর অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী মোছাম্মৎ আশা খাতুন (১৮) ও মোঃ শফিকুল ইসলাম (৩৪) গ্রেফতার।
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া ::
বাদী মোছাঃ রেহেনা বেগম (৪৫) এর পৃত্রীহীন ও বুদ্ধি প্রতি বন্দি নাতনি ভিকটিম মোছাঃ আশা খাতুন (১৮) ইং ২০/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় ২নং আসামী মোছাঃ নুরুন্নাহার (২৫)’ রহিমাবাদ দক্ষিন পাড়া গ্রামস্থ পিতার বাড়ীতে ভিকটিম মোছাঃ আশা খাতুন (১৮)কে কথা বলার ছলে ডাকিয়া নিয়া তাহার পিতার ঘরে প্রবেশ করাইয়া দিয়া বাহির হইতে দরজা আটকাইয়া দেয়। উক্ত ঘরের ভিতরে থাকা ১নং আসামী মোঃ শফিকুল ইসলাম (৩৪) পিতা গোলাম হোসেন সাং- গয়নাকুড়ি থানা- শাজাহানপুর,জেলা বগুড়া ঘরের ভিতর হইতে বাদীর নাতনি ভিকটিম মোছাঃ আশা খাতুন (১৮) কে জোর করিয়া টানিয়া খাটের উপর নিয়া শোয়াইয়া মুখ চাপিয়া ধরিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।
পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার মামলা নং-১৬ তারিখ-১০-০৯-২০২৫ খ্রিঃ ধারা- ৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ০৬ অ্ক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.২০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়র আভিযানিক দল গোপন সংবাদ এর তথ্যের ভিত্তিতে সূত্রোক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী *মোঃ শফিকুল ইসলাম (৩৪) পিতা গোলাম হোসেন সাং- গয়নাকুড়ি থানা- শাজাহানপুর,জেলা বগুড়া* ‘কে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বড়নগর গ্রামস্থ ভগ্নিপতি মোঃ আঃ মতিন এর বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাহার নিকট হতে ০১টি মোবাইল ফোন, ০১টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী´কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply