1. admin2@pjbnews.xyz : admin :
  2. admin@pjbnews.xyz : pjbnews.xyz :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গোয়াল ঘরের সিদ কেটে ৫টি গরু চুরি : কৃষকের মহা মূল্যবান সম্পদ গরু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২ Time View

বগুড়া নন্দীগ্রাম উপজেলায় গোয়াল ঘরের সিদ কেটে ৫টি গরু চুরি : কৃষকের মহা মূল্যবান সম্পদ গরু

মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ :: বগুড়া নন্দীগ্রাম নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই পোতাপাড়া গ্রামের কৃষক মোঃ আশরাফুল ইসলামের গোয়াল ঘর থেকে সিদ কেটে ৫ টি গরু চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ৪টা মধ্যে যে কোন সময় ইজিবাইক চালক মোঃ আশরাফুল ইসলাম (৪০), পিতা মোঃ মোজাহার আলী, সাং হাটকড়ই পোতাপাড়া, নন্দীগ্রাম-বগুড়া।
প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে, ইজিবাইক চালক আশরাফুলের স্ত্রী মোছাঃ শ্যামলী বেগম, দেশি ও বিদেশী ৫টি গরু গোয়াল ঘরে রেখে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অজ্ঞাতনামা চোরেরা, গোয়াল ঘরের দেওয়ালের সিদ কেটে ৫টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গরুগুলির আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইজি বাইক আশরাফুলের মহামূল্যবান সম্পদ গরু। আজ কাক ডাকা ভোর থেকে আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শ্যামলী বেগম, পেটে গামছা বেঁধে ওই উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss