বগুড়ায় র্যাব-১২ কতৃক দুটি পৃথক অভিযানে ক্লু লেস হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: গত মঙ্গলবার ৩১ সেপ্টেম্বর অনুমানিক ৮ টা ৪০ মিনিটে থেকে যে কোন সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা হাত, পা কাপড় দিয়ে বেঁধে মুখের ভিতর গামছা ঢুকিয়ে শাহিনুর বেগম (৫০) হত্যা করে কে ঘরের মেঝেতে ফেলে রাখে৷ ভিকটিমের মেয়ে মোছাঃ সরমিলা আকতার ওরফে শ্রাবন্তি (১৯) এর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ভিকটিম বিগত অনুমানিক ১৪ থেকে ১৫ বছর পূর্বে তালাক প্রাপ্ত হয়ে বগুড়া সারিয়াকান্দি উপজেলা গোয়ালবাতান গ্রামে একাই নিজ বাড়িতে বসবাস করতেন। স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে ভিকটিমের মেয়ে বাদী হয়ে বগুড়া সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে৷ এর ধারাবাহিকতায় র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগীতায় গত মঙ্গলবার বগুড়া, র্যাব-১২ এবং র্যাব-১ উত্তরা ঢাকা এর যৌথ আভিযানিক দল কর্তৃক দুটি পৃথক অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ময়মনসিংহ রোডস্থ, হাজী বারেক মার্কেট উত্তরা টায়ার এন্ড ব্যাটারী শপ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সৈকত (৩০), পিতা মেঃ ইদ্রিস আলী, সাং কাটাখালী থানা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ১টি বাটন মোবাইল, ২ টি সিম সহ গ্রেপ্তার করা হয় এবং একই রাতে জিএমপি গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন টেলিফোন শিল্প সংস্থা লিঃ (টেনিস) এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অপর আসামী মোঃ শিপলু (৩০), পিতা মেঃ খোকন আকন্দ, সাং কাটাখালী থানা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ১টি বাটন মোবাইল,১ টি সিম সহ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, নিহত শাহিনুর বেগম (৫০) হত্যার মামলায় ইতোপূর্বে আরো ২ জন আসামী মোঃ সাফায়েত জামিল শুভ (৩১), পিতাঃ মোঃ আব্দুল ছালেক মন্ডল, মাতা মৃত শিউলী বেগম, সাং গোয়ালবাতান এবং মোঃ তুষার আহম্মেদ @ শীলু (২৭), পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, মাতাঃ মোছা: নয়নতারা, সাং রামনগরকে র্যাব গ্রেফতার করেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply