শাজাহানপুরের যুবদল নেতা রাহুল কাহালুতে দুষ্কৃতকারীদের হামলায় নি*হ*ত
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া ::বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় যুবদল নেতা রাহুল সরকার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর কাহালু উপজেলার মাগুড়ার জামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার (৩৫) শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আঃ সোবাহান সরকারের ছেলে এবং ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কইগাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল সরকার মাছ চাষের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিন তিনি তার লিজ নেওয়া পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে গেলে কয়েকজন দুষ্কৃতকারী হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে ঘটনার সাথে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply