বগুড়ার সদর উপজেলায় সিসিটিভি ক্যামেরা এক মাদক ব্যবসায়ীর প্রধান বাধা!!
মোঃ রিয়াজুল ইসলামরিয়াজ :: রাজিবুল হক মিল্টন বাদী হয়ে : বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করার কারণে, আরো বেশি ক্ষিপ্ত হয়ে সোমবার দিবাগত রাতে সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে !
মোঃ রাজিবুল হক মিল্টন (৪৫) পিতা মৃত শহিদুল হক, সাং বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়া, থানা ও জেলা-বগুড়া। বিবাদীরা হলেন, মোঃ রাফি (৩৫) পিতা হামিদুল হক প্রাং, রিংকু (৩৫) পিতা মৃত সাজু প্রাং, জেলহক (৪৫) পিতা মৃত মটু প্রাং, সকলের সাং-বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়াগণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বিবাদী আমার এলাকার বাসিন্দা। বিবাদীরা আমার বাড়ীর পিছন পার্শ্বে একটি পরিত্যাক্ত বিল্ডিং এ মাদক সেবন করে। বাড়ীতে সিসি ক্যামেরা থাকায় বিবাদীরা সিসি ক্যামেরার ফুটেজে যাতে তাদের দেখা না যায় এবং টিন দিয়া আমার সিসি ক্যামেরাটি ঘিরিয়া দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৭/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টায় উপরোক্ত বিবাদীরা অজ্ঞাতনামা কয়েকজন বিবাদীকে নিয়ে আমার বাড়ীর পিছনে রান্না ঘরের পার্শ্বে মাদক সেবন করতে বসে, ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম (৩৫) তাদেরকে নিষেধ করে, বিবাদীগণ আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার স্ত্রী প্রতিবাদ করলে ১ ও ২নং বিবাদীদ্বয় আমার বাড়ীতে প্রবেশ করে, আমার স্ত্রীকে কিলঘুষি মেরে সাধারণ জখম করে। ঐ সময় ৩নং বিবাদী বাড়ীতে ইট নিক্ষেপ করে, তার ইটের আঘাতে, রান্না ঘরের কাঁচের গ্লাস ভেঙ্গে যায়। বিবাদীগণ যে কোন সময় আমাকে স্ব-পরিবারে ও আমার ভাইকে খুন জখম করবে, বলে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে যায়। বিষয়টি বাড়ীর সিসি ক্যামেরায় ধারণ করা আছে। বিবাদীদের হুমকীর কারণে আমি স্বপরিবারে নিরাপত্তাহীনতায় আছি। সোমবার দিবাগত রাতে মোঃ রাজিবুল হক মিল্টনদের সিসি ক্যামেরা ঢেল ছুড়ে মেরে ভেঙ্গে ফেলেছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply