শাজাহানপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ
ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার।
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ :: বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আবু হুরাইরা আকন্দ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু হুরাইরা বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই মো. আবু জাররা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন শাজাহানপুর থানায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আবু হুরাইরা কে আদালতে সোপর্দ করা হয়েছে।
(কপি পোস্ট)
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply