বগুড়ায় হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামী মিন্টু গ্রেফতার
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: আজ শনিবার দুপুরে বগুড়া শহরতলীর ১৯ নং ওয়ার্ডের কর্ণপুর উত্তরপাড়া এলাকার রাজনৈতিক ও হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী লুৎফর রহমান মিন্টু (৪৫), পিতা: মোহাম্মদ আলী, সাং কর্ণপুর উত্তর পাড়ায় নিজ বাড়ীতে আসেন।
বিশেষ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বাড়িতে আসেন, পারিবারিক কলহে লিপ্ত হয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয় জনগণ ৯৯৯-এ কল করলে, সদর থানা পুলিশ ও ফুলবাড়ী ফাঁড়ির একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন।
উত্তেজিত জনতা, পলাতক আসামী মিন্টুকে আটক করে এবং মারপিট করে, পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply