নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নন্দীগ্রাম প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন ওমরপুর গ্রামের ফোরকান আলীর স্ত্রী।
খাদিজা খাতুনের স্বামী ফোরকান আলী বলেন, শুক্রবার ওমরপুর হাট থাকায় সকালে আমি হাটে যাই। এরপর দুপুর ১২টার দিকে হাট থেকে ফিরে এসে দেখি বাড়ির দরজা লাগানো। অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি ঘরের ভিতরে তীরের সাথে গলায় দড়ি দিয়ে আমার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ খাদিজা খাতুন মিষ্টি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply