মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়া আদালতপাড়ায় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আদালতের হাজতখানার সামনেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় এক আসামী। এতে মুহূর্তেই আদালত এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, পলাতক আসামীর নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি লসির আকন্দের ছেলে। সোমবার জেলা কারাগার থেকে তাকে আদালতে হাজিরার জন্য আনা হয়েছিল। তবে হাজতখানা থেকে ফেরত নেওয়ার সময় পুলিশের চোখ এড়িয়ে কৌশলে পালিয়ে যায় সে।
এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় ধরনের প্রশ্ন উঠেছে। ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, আদালতের মতো নিরাপদ স্থানে আসামী পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার বড় উদাহরণ। এতে আদালতপাড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম অস্বস্তি ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পলাতক আসামীকে ধরতে বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হতে পারে।
এদিকে সাধারণ মানুষ আদালতের মতো নিরাপদ স্থানে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply