মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়ার শাহজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে আল আমিন হত্যা মামলার প্রধান আসামি আবু খায়েরকে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানপুর থানা পুলিশ, র্যাব-১২ এবং র্যাব-১১ এর একটি যৌথ দল ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে আটক করে। পরদিন ২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ২৮ জুলাই, ২০২৫ তারিখে পূর্ব শত্রুতার জেরে আল আমিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ০২ আগস্ট, ২০২৫ তারিখে তিনি মারা যান। এ ঘটনায় তার চাচা জাহিদ হাসান বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আবু খায়ের পলাতক ছিল।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply