বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া যাবে না। জাতি যদি সঠিক শিক্ষা না পায় তাহলে আগামীর বাংলাদেশ গড়াও সম্ভব নয়।
১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে যত উন্নয়ন এসবই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। শিক্ষক কর্মচারীদের জন্য কল্যাণ তহবিল বিএনপিই করেছে।
তিনি বলেন, শিক্ষকদের সম্মান ও ইজ্জত দেয়ার চিন্তা প্রথম করেছেন শহীদ জিয়া। মেয়েদের বিনা পয়সায় লেখাপড়া করার ব্যবস্থা করেছেন বেগম খালেদা জিয়া।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এ পর্যন্ত শিক্ষকদের যে সব সুবিধা দেয়া হয়েছে, তার বেশির ভাগই বিএনপি সরকার দিয়েছে। শিক্ষকদের শতভাগ বেতনের মধ্যে ৭০ ভাগ দিয়েছে বিএনপি। আর এরশাদের আমলে দু’বারে ২০ ভাগ ও আওয়ামী লীগ আমলে মাত্র ১০ ভাগ দেয়া হয়েছে।
সেলিম ভূঁইয়া আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচনে যাবো। আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে লক্ষাধিকের বেশী শিক্ষককে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জর হোসেন দুলাল, বাংলাদেশ কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আজিজুল হক রাজা।
জেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা সভাপতি তাজ উদ্দীন তাজু, কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুর রহিম, শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মাহবুবুল হক হেলাল, মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান, শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply