বগুড়া শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা মুক্তিপন দাবী জনগণের হাতে প্রতারকচক্র আটক
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: ভিকটিম নূর আলম (২০), পিতা নূরউদ্দিন সাং নোয়াখালী সুবর্ণচর, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীর সাথে, গার্মেন্টস কর্মীর মোছাঃ জোলেখা বেগম (২৫) পিতা মোঃ মন্টু স্বামী বানুনিয়া শাজাহানপুর, বগুড়া। প্রেমে সম্পর্ক থাকায় ভিকটিমকে ফোন করে বগুড়া আসতে বলে। ভিকটিম আজ শুক্রবার ভোর ৪ টায় শেরপুরের ধুনট মোড় এসে পৌঁছা মাত্র অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন (২৪), (জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য), পিতা আব্দুর রাজ্জাক সাং ঘোরদউর, তানভীর তপু (২৩) পিতা মোঃ আবুল কালাম আজাদ সাং গাড়িদহ, সুমন (২৩), মোঃ আব্দুল আজিজ সরকার, সাং গাড়িদহ সর্ব থানা-শেরপুর। ভিকটিমের নিকট থেকে মোবাইল, টাকা কেড়ে এবং ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে আসামীরা ভিকটিমকে নিয়ে শাজাহানপুর উপজেলা নয়মাইল একটি হোটেলে নাস্তা করার জন্য নিয়ে আসে। ভিকটিম কৌশলে স্থানীয় লোকজনকে ঘটনাটি অবগত করলে জনসাধারণ তাদেরকে আটক করে, শাজাহানপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply