বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত ও একজন আহত
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়া কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগা হাট এলাকা বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে, বগুড়া টু নওগাঁ গামী সড়কে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ও একজন।
গত সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে সিএনজি যোগে আদমদিঘি যাওয়ার পথে কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ভিকটিম আইনুন নাহার আশা (৩৭) নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শিশু আরাত (৬) ও সিএনজি চালক অজ্ঞাত (৫৫) কে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন, আইনুন নাহার আশা (৩৭) স্বামী রতন, আয়াত (৬) পিতা রতন, সাং ইন্দইল আদমদিঘি ও আহত অজ্ঞাত সিএনজি চালক (৫৫)।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply