সাতক্ষীরা জেলার দেবহাটায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও উক্ত স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে অনৈ”তিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনার কারনে উক্ত স্কুলের শিক্ষার পরিবেশ ন’ষ্ট হওয়া ও স্কুলের ভাবমূ”র্তি ন’ষ্ট হওয়ায় পূর্বের কমিটির সময় তাদের কাছ থেকে মু”চলেকা নিয়ে সতর্ক করা হয়। কিন্তু তারা সে বিষয়ে সতর্ক না হয়ে তাদের অ”নৈতিক সম্পর্ক বজায় রাখে। এই কারনে ঐ মহিলার পারিবারিক অশা”ন্তি সৃষ্টি হলে তিনি দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে একটি ঘর ভাড়া করে থাকেন। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঐ এলাকার জনগন ঐ ভাড়া বাসা থেকে সঞ্জীব কুমার ও আয়া জান্নাতুল ফেরদৌসকে আ”টক করে থানায় সো”পর্দ করে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply