বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, চলতি বছরের অগাস্ট মাসে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানায় হেফাজতে আছেন। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামকে। দীর্ঘদিন আড়ালে থাকার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply