মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বগুড়া :: বগুড়ার শাজাহানপুর উপজেলায় র্যাব-১২ এর অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ জহুরুল ইসলাম (৪১) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে শাজাহানপুর থানার বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ভাঙ্গিরপাড়া জামে মসজিদের সামনে থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলাম। পরে বগুড়ার সাবগ্রাম এলাকায় অজ্ঞাত এক বাড়িতে নিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গাবতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামী পলাতক থাকায় র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে র্যাব-১২ এর একটি বিশেষ দল বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জহুরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধীকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply