মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : আজ ১৯ আগস্ট, রোজ মঙ্গলবার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চান।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া শহর বিএনপির সভাপতি জনাব এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ সায়েদুল ইসলাম সায়েদ।
অনুষ্ঠান পরিচালনায় করেন জনাব শফিকুল ইসলাম শফিক ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান হিরু মন্ডল, শহর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মনিসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দের অংশগ্রহণে ১৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সফলভাবে সম্পন্ন হয়
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply